
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়াম্যান প্রার্থী আসাদুল ইসলামের নির্বাচনী অফিস ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন।শুক্রবার রাতে ইউনিয়নের শাখরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় অত্র এলাকায় বর্তমানে আতংক বিরাজ করছে।
চেয়ারম্যান প্রার্থী আসাদুল ইসলাম জানান, আমি জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে ভোমরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন কোন কারণ ছাড়ায় শুক্রবার রাতে আকর্ষিকভাবে শাখরা বাজারে অবস্থিত আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় আমার মেঝ ভাই শরিফুল ইসলাম গুরুতর আহত হয়। এছাড়া আমার কর্র্মী সমর্থকদের বাড়িঘর ও ভাংচুর করে তারা। এঘটনায় তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তবে প্রতিন্দ্বন্দ্বি প্রার্থী শহীদুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম হামলার শিকার হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন তার সমর্থকেরা। অপরদিকে শনিবার দিনব্যাপী অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর লোকজন লাঠি সোটা নিয়ে মহড়া চালায়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ বলেন, ২ প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কোন পক্ষের তেমন কোন ক্ষতি হয়নি। এছাড়া পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।