
আব্দুর রহমান :
সাতক্ষীরা সদরের ভোমরায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সাংসদ তার বক্তব্যে বলেন, চলতি ২০১৬ সালের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার বিদ্যুৎবিহীন অন্ধকার সকল এলাকাকে বিদ্যুতের আলোয় আলেকিত করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড সৃষ্টি করেছে। বর্তমানে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তিনি আরো বলেন, ভোমরা স্থল বন্দরের উন্নয়নে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পল্লী বিদ্যুতের এ অভিযোগ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।