ভোমরায় পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার


147 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ভোমরায় পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার
নভেম্বর ৫, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট ::

সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর বাজারে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয় এক ব্যক্তিকে। আটক ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক। সে দেবহাটার কুলিয়া গ্রামের মৃত আমিন গাজীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজিব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ৯টার সময় শ্রীরামপুর বাজারের শহিদুল ইসলামের দোকানের সামনে অভিযান চালানো হয়।

এ সময় আব্দুর রাজ্জাককে গাঁজাসহ আটক করা হয়। আটক গাঁজার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা থানার মামলা হয়েছে। মামলা নং-২৩, তাং ০৪/১১/২২, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১।