
রাহাত রাজা :
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকা থেকে ১০ হাজার কেজি (৩’শ তিন বস্তা) ভারতীয় পিয়াজ জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকালে বন্দরের বাশকল চেকপোস্ট থেকে উক্ত পিয়াজগুলো জব্দ করা হয়। জব্দকৃত পিয়াজের মূল্য তিন লাখ টাকা।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার হুমায়ুন কবির জানান, ভোমরা স্থল বন্দর থেকে ট্রাক ভর্তি করে পিয়াজগুলো রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে বন্দরের বাশকল চেক পোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে আমদানিকৃত এলসির কাগজপত্রে যে পরিমান উল্লেখ আছে তার চেয়ে ৩’শ তিন বস্তায় ১০ হাজার কেজি পিয়াজ বেশি থাকায় উক্ত পিয়াজগুলো জব্দ করা হয়। তিনি আরো জানান, পিয়াজগুলো সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন সদরদপ্তরে পাঠানো হয়েছে। সেখানে থেকে কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরমান হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জব্দকৃত পিয়াজের মূল্য তিন লাখ টাকা।