
এস কে সিরাজ ::
অাজ কালীগঞ্জ ফুলতলা বাসস্ট্যাণ্ডে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার, চলতি পথে লক্ষ্য করেন প্রচণ্ড তাপদাহে পিপাসার্ত ভ্যানচালকরা ঘেমে কষ্ট পাচ্ছে। এ সময় জগলুল হায়দার তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে তাদের পাশে গিয়ে পকেট থেকে রুমাল বের করে নিজ হাতে ঘাম মুছে দেন এবং ডাবের পানি পান করিয়ে তাদের পিপাসা মেটান।
হঠাৎ এমপি কে কাছে পেয়ে এবং তাদের প্রতি অান্তরিকতা দেখে শত শত ভ্যানচালক অাবেগ অাপ্লুত হয়ে পড়েন । তারা জগলুল হায়দার এর জন্য মন থেকে দোয়া করেন । আগামীতে তার মত নেতা পুনরায় সংসদ সদস্য পেতে চাই বলে সাংবাদিকদের কে জানান তারা ।