
গোপাল কুমার, আশাশুনি প্রতিনিধি :
সদ্য প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ভয়েস অব সাতক্ষীরা ডটকম’ এ সংবাদ প্রকাশের পর আশাশুনির মরিচ্চাপ ব্রীজটির অবশেষে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি ওই ব্রীজের বেহালদশার সচিত্র প্রতিবেদন প্রকামিত হয় ভয়েস াব সাতক্ষীরা ডটকমে। ফলে ঝালাই আর পট্টিতে আবারও সংস্কার হল মরিচ্চাপ ব্রীজটি। মরণ ফাঁদ থেকে সাময়িক রক্ষা পেল আশাশুনি উপজেলার প্রায় ৩ লাখ মানুষ।
আশাশুনির মরিচ্চাপ ব্রীজটি দীর্ঘ ৭/৮ বছর যাবৎ ভগ্নদশায় পরিণত হয়েছে। পাটাতনে মরিচা পড়ে ঝাঁঝরা হয়ে যাওয়ায় পথচারীদের পা আর যানবাহনের চাকা আটকে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকত। ব্রীজের উপর ভ্যান, যাত্রীবাহি বাস, মালবাহি ট্রাক, ট্রলিসহ ভারী যানবাহনের চাকা আটকে যাওয়ার ফলে গেলে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকত। ব্রীজটি নির্মানের ফলে যানজট থেকে রক্ষা পেল পথচারীরা। রাতে ব্রীজটিতে আলোর ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের পায়ে হেটে চলাও ছিল মারাত্মক বিপদজনক। সম্প্রতি ভয়েস অব সাতক্ষীরা ডটকম নিউজ পোর্টালে সংবাদটি ফলাও করে প্রকাশিত হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।পরে তারা সংস্কারের উদ্যোগ গ্রহন করে বলে জানাগেছে। সংস্কার কাজ হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে পেল আশাশুনি ভুক্তভোগী মহল। ব্রীজটি সংস্কারে স্বস্তি পেলেও তেমন খুশি হতে পারেনি ভুক্তভোগী মহল। তারা চায় , ব্রীজটি ঝালাই নয়, পাকা ব্রীজে পরিণত হোক।