মধু মাস উৎযাপনে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে অন্যান্য আয়োজন


59 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মধু মাস উৎযাপনে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে অন্যান্য আয়োজন
মে ২৩, ২০২৩ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::

টেবিলের উপর থরে থরে সাজানো প্রায় তিনশ প্রকারের খাবার। শিক্ষার্থী থেকে অতিথি সকলেই সারিবদ্ধভাবে পছন্দ মত খাবার সংগ্রহ করে খাচ্ছেন। এ যেন এক অন্যান্য আয়োজন। মধু মাস উৎযাপদন উপলক্ষে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ মঙ্গলবার এ আয়োজন করে।
সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আয়োজনের উদ্বোধন করেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের অধ্যক্ষ কামাল উদ্দীন ফারুকী, পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, পরিচালক বাহাউদ্দীন ফারুকীসহ স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।
মধু মাস উৎযাপনের আয়োজনে পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে আম, জাম, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলের ডালি সাজানো হয়। এছাড়া ছিলো নুডুলুস, কেক, কাচ্চি বিরিয়ানি, খিচুড়ি, মাংসসহ প্রায় তিনশ প্রকারের খাবারের সমন্বয়। ব্যতিক্রমী এ আয়োজনে অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছে।

#