মনিরামপুর মাতিয়ে গেলেন সংগীত শিল্পী চৈতালী মুখার্জী


1199 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মনিরামপুর মাতিয়ে গেলেন সংগীত শিল্পী চৈতালী মুখার্জী
মার্চ ১০, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

 

মনিরামপুর প্রতিনিধি ::
শুক্রবার রাতে সুরের জাদু দিয়ে মনিরামপুরের হাজার হাজার দর্শকের মনজয় করে গেলেন দেশের সন্ধ্যাকণ্ঠি হিসেবে খ্যাত, এপার বাংলা-ওপার বাংলার প্রখ্যাত সংগীত শিল্পী, সাতক্ষীরার কৃতি সন্তান চৈতালী মুখার্জী।

মনিরামপুরের ঢাকুরিয়া কলেজ মাঠে মিতালী মুখার্জীর সেই বিখ্যাত গান “এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়– ”দিয়েই শুরু করলেন তিনি, আর শেষ করলেন রুনা লায়লার সেই বিখ্যাত কাওয়ালী “ও লাল মেরী–” গান দিয়ে। আর মাঝখানে ছিল সন্ধ্যা, লতা আর আশার মন মাতানো পুরানো দিনের সেই সব গান।

চৈতালী মুখার্জীর সুরের ঝলকানীতে দর্শকরা যেনো মাতোয়ারা। হাজার হাজার দর্শকের মুহ্ মুহ্ করতালিতে মুখরিত হচ্ছিলো পুরো এলাকা। গভীর রাত পর্যন্ত চলে চৈতালী মুখার্জ্জীর মনমাতানো সেই স্বরনীয় গানের আসর। চলে রাত ১ টা পর্যন্ত। তখনো যেনো হাজারো দর্শক বাড়ির যাওয়ার কথা ভূলেই গিয়েছিল।

ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডু ভয়েস অব সাতক্ষীরাকে জানান, কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কলেজের নতুন চারতলা ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে কলেজ প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি বাবু মোহন লাল কুন্ডু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, , ইউপি চেয়ারম্যান বিকাশ মন্ডল, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, কলেজের ইতিহাসে এমন সংগীত অনুষ্ঠান আর হয়নি। চৈতালী মুখার্জী তার সুরের যাদু দিয়ে মনিরামপুরের হাজার হাজার দর্শকের মন জয় করে গেছেন। শনিবার ওই এলাকার হাট-বাজার, চায়ের দোকানসহ সর্বত্র চৈতালী মুখার্জীর মনমাতানো গানের আলোচনা যেনো শেষ হচ্ছে না। সবার মুখে মুখে তারই প্রশংসা।

স্বরনীয় ওই সংগীত অনুষ্ঠানে চৈতালী মুখার্জীর তার সহশিল্পীরা যারা ছিলেন- তরুন, মুন্নি, মিঠুন, সোহান,তন্নী, টুম্পা, চৈতালী মুখার্জীর বড় ভাই সুমন মুখার্জী ।

আর যন্ত্র সংগীতে যারা ছিলেন- শোভন ব্যানার্জী, নয়ন ভট্টাচার্য,মিশুক, শুভ ও নয়ন।