মন্ত্রিসভায় রদবদল, আজ শপথ


402 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মন্ত্রিসভায় রদবদল, আজ শপথ
জুলাই ১৪, ২০১৫ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
অবশেষে মন্ত্রিসভায় আবারও রদবদল হচ্ছে। মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এবারের মন্ত্রিসভায় নতুন ছয় থেকে সাত জনের যুক্ত হবার সম্ভাবনা রয়েছে।

বঙ্গভবন সোমবার(১৩ জুলাই, ২০১৫)বিকাল নাগাদ নতুন মন্ত্রীদের শপথের কোনও আনুষ্ঠানিক বার্তা না পেলেও এক ধরনের  প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

নতুন মন্ত্রিসভায় সম্ভাব্যদের তালিকায় রয়েছেন, সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব:) ফারুক খান, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য তারানা হালিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস  আলাউদ্দিন নাসিম।

সম্ভাব্য নতুন তালিকায় নাম থাকা ২জনের পারিবারিক সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বর্তমান মন্ত্রীদের মধ্যে সমালোচনার মুখে থাকা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বাদ যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে। অন্যদিকে সদ্য দপ্তর হারানো মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নতুন দপ্তর পেতে পারেন বলেও একটি সূত্র বলছে।