মন দিয়ে সঙ্গীত তৈরি করেন যে অটিস্টিক তরুণ


566 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মন দিয়ে সঙ্গীত তৈরি করেন যে অটিস্টিক তরুণ
মার্চ ২৮, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
আর দশ জন সঙ্গীতশিল্পীর মতো নন মাইকেল ফুলার। ১৭ বছরের এ তরুণ খুবই তীব্র মাত্রার অটিজম সমস্যায় ভুগছেন। পৃথিবীটাকে দেখেন শব্দ ছাড়া। অথছ সেই মাইকেলই একের পর এক মেলোডি তৈরি করছেন হাইওয়ে কিংবা ট্রেন চলার শব্দ থেকে। শব্দের সঙ্গে তার এ সংযোগ স্থাপনের ইতিহাস বেশ দীর্ঘ।

১১ বছর বয়সেই মাইকেল মোজার্ট বাজাতে শিখে গিয়েছিলেন। অথচ তার নিজের মা কখনই ক্লাসিক্যাল সঙ্গীত শোনেননি। মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে পিয়ানো বাজানোটাও শিখেছেন মাইকেল। নিজের এ ব্যতিক্রমী মেধাকে তিনি বর্ণণা করেন এভাবে যে তার মাথায় সঙ্গীতটা ‘ডাউনলোড’ হচ্ছে।

বর্তমানে ইংল্যান্ডের রিচমন্ড কলেজে পারফর্মিং আর্ট নিয়ে ডিপ্লোমা করছেন মাইকেল ফুলার। সঙ্গীত নিয়ে আরও অনেক দূর যেতে চান। বিস্ময় জাগানো ওই তরুণ বলেন, ‘আমি কারো সাহায্য ছাড়াই পিয়ানো বাজানো শিখেছি। গান নিয়ে গুগল ও ইউটিউবে আরও পড়াশুনা করা করছি। আমি সঙ্গীতের ভেতর ডুবে যাই এবং সঙ্গীত আমার মনে গেঁথে যায়।’ সূত্র: বিবিসি