
অনলাইন ডেস্ক ::
‘নান্টু ঘটক’ থেকে শুরু করে নানা ধরনের চরিত্র নিয়ে গান করেছেন জনপ্রিয় ফোক শিল্পী মমতাজ। এবার গাইলেন এক বাবার বড় সন্তানকে নিয়ে। গানের শিরোনাম ‘বাপের বড় পোলা’। সোমেশ্বর অলির কথায় গানের সুর করেছেন বেলাল খান। সঙ্গীত পরিচালনা করেছেন তুহিন আল আমিন ও মার্শেল। মমতাজের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে থাকছেন এ সময়ের কয়েকজন অভিনয় তারকা। এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘ঈদে দর্শক-শ্রোতার জন্য একটি ভিন্ন ধাঁচের আয়োজন করতে চেয়েছি। সে ভাবনা থেকেই ‘বাপের বড় পোলা’ গানটি তৈরি করা। গানের কথায় মজার কিছু চরিত্র ও ঘটনা তুলে ধরা হয়েছে।যা দর্শক-শ্রোতাদের আনন্দ দেবে বলে আমার ধারণা।’
ঈদ উপলক্ষে শিগগিরই ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে বলেই মমতাজ জানান।