মম’র ‘শৈশবে কৈশোর’


587 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মম’র ‘শৈশবে কৈশোর’
মার্চ ৩১, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
আজাদ আল মামুনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক ‘শৈশবে কৈশোর’। নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী জাকিয়া বারী মম ও ইমন।

নাটকটির গল্পে দেখা যাবে, মম একজন বিখ্যাত লেখিকা। তিনি বাস্তবধর্মী বিষয় নিয়ে লেখালেখি করেন। তার একটি গল্পের প্রয়োজনে ইমনের সঙ্গে প্রেম করেন এবং বইটি লেখা শেষ করেন। আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ইমনও উপস্থিত থাকেন। এ সময় মম জানান, এই বইটি লেখার জন্যই সে ইমনের সঙ্গে প্রেমের অভিনয় করেছেন। এ কথা শোনার পর ইমন খুব কষ্ট পায়। এরপর গল্প নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে সামনে এগিয়ে যায়।’

আহসান হাবীব সকালের রচনায় বর্তমানে নাটকটির শ্যুটিং চলছে উত্তরার আনন্দ বাড়িতে। মম-ইমন ছাড়াও এতে আরো অভিনয় করছেন এস এম জনি, মীর শহিদসহ অনেকে।

পহেলা বৈশাখে নাটকটি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল প্রচারিত হওয়ার কথা রয়েছে বলেও জানান নির্মাতা।