
স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০১৬ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিশু একাডেমীর হলরুমে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবালের সার্বিক তত্বাবধানে এবং জেলা শিশু একাডেমীর লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম (রফিক) এর পরিচালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিশু একাডেমী পরিচালনা পরিষদের সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিট, এম,এ জলিল, সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, আব্দুস সবুর ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন, শেখ মাসুদ আলী প্রমুখ। প্রতিযোগিতায় ২ শতাধিক শির্ক্ষার্থী অংশ নেয়। আগামী ২৬ মার্চ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে।