
নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বলিষ্ঠ নেতৃত্ব ও গৌরবদীপ্ত সংগ্রাম, ত্রিশ লক্ষ শহিদ, দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের জীবন বাজি রাখা সংগ্রামের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় লাল-সবুজের পতাকা-সোনার বাংলাদেশ। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। ২৬ মার্চ ১৯৭১ বিশ্বের মানচিত্রে সৃষ্ট হয় এক স্বাধীন বাংলাদেশের, যা বাঙ্গালি জাতীকে এনে দেয় আত্মপরিচয়ের ঠিকানা ও বাঙ্গালির অহংকারের দিন। এই মহান বিজয়ের দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ সকল স্তরের জনগণকে-যাঁদের অসামান্য অবদান ও মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি লাল-সবুজের বাংলাদেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় আয়োজনের সাথে সামঞ্জস্য রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন গ্রহন করেছে বিস্তারিত কর্মসূচী। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সেই সব বীর সেনাদেরকে শ্রদ্ধায় এবং স্মরনে সাতক্ষীরা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হলো। ২৬ মার্চ ২০১৮ সোমবার প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সাতক্ষীরায় ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাট, বাসভবন ও অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় (ক) জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উরত্তালন ও মাননীয় প্রধানমন্ত্রীর-সাতক্ষীরা স্টেডিয়ামের সাথে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন (খ) স্বাধীনতা যুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত (গ) পুলিশ, বি,এন,সি,সি / আনসার ব্যাটালিয়ন ও রোভার স্কাউট্স্, স্কাউট্স, গালস্ গাইড শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মার্চপাস্ট, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে। সকাল ৯ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে রক্তদান কর্মসূচী, সকাল ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাকের মাজার জিয়ারতসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত। সকাল ১১.১৫ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা, দুপুর ১২.৩০ টায় সাতক্ষীরা পৌরসভা দিঘিতে সাতার ও হাঁস ধরা প্রতিযোগিতা, সুবিধামত সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আলোচনা এবং মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। দুপুর ১.৩০ মিনিটে কারাগার, হাসপাতাল, সরকারি শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, এতিম খানা, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশুসেবা যতœ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন। বিকাল ৪ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে ভলিবল ও কাবাডী প্রতিযোগিতা, বিকাল ৪ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান, বিকাল ৫ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে সৌখিন ফুটবল প্রতিযোগিতা, ঐদিন সুবিধামত সময়ে সাতক্ষীরা টেনিস মাঠে স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্ট, সন্ধায় গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন স্থাপনায় আলোকসজ্জা, সন্ধা ৭ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুবিধামত সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উপলক্ষ্যে জেলা প্রশাসন সাতক্ষীরার সকল কর্মসূচীতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সকল সরকারি, বে-সরকারী, স্বায়ত্বশাসিতসহ সকল শ্রেনী পেশার কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসন।
##