
কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, কলারোয়া থানায় সেবা পেতে টাকা লাগে না। যে মুখে বলি মা, সে মুখে মাদককে বলি না। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যহত থাকবে। কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে আপোষ করে তবে তাকেও ছাড়া হবে না। যারা মাদক নিয়ে থানা পুলিশের কাছে তদ্বির করবেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসী, জঙ্গীবাদ, নারী নির্যাতন কারী ও এসব কাজে মদদ দান কারিদের সাথে থানা পুলিশসহ জেলা পুলিশ আপোষ করবে না। নাশকাত সৃষ্টিকারীদের সাথে এক টেবিলে বসে চা পান করা হবে না। পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মানিকনগর গ্রামে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন। জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পুলিশিং ফোরামের সভাপতি সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়নগর ইউপি চেয়ারম্যান ছামছুদ্দিন আল মাসুদ বাবু, সাংবাদিক মোশাররফ হোসেন, সরসকাটি পুলিশ ক্যাম্পের ইন চার্জ উপ-পরিদর্শক মাজরিহা হুসাইন, জয়নগর ইউনিয়ন আলীগের সম্পাদক তাপস কুমার পাল, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সদস্য আসাদুজ্জামন খা, ইউনিয়ন আলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বিপ্র কুমার সাহা প্রমুখ।