
এস কে হাসান ::
‘মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পুলিশ বদ্ধপরিকর। মনে রাখতে হবে ভাল হওয়ার সুযোগ বারবার আসে না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সুখী, সম্মৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে যুব সমাজকে মাদক ও সন্ত্রাসকে অবশ্যই পরিহার করতে হবে। যারা মাদকাসক্তির করাল গ্রাসে পতিত হয়েছে তাদের সুস্থ্যধারায় ফিরিয়ে নিয়ে দেশের অর্থনীতির মুলস্রোতে ফেরাতে হবে।’
বুধহাটা ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে বুধহাটা বিবিএম স্কুল মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় উপরোক্ত কথাগুলি বলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। যুবলীগ নেতা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক, আওয়ামীলীগ নেতা রমজান আলী, আবুল কাশেম, আছাদুল ইসলাম, লাভলু হোসেন, যুবলীগ নেতা এজদান আলী, শ্রমিক নেতা হাতেম আলী, আব্দুল আজিজ, স্বেচ্চাসেবকলীগের সভাপতি বাপ্পি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক এমএম সাহেব আলী ও যুবলীগ নেতা কাইয়ুম হোসেন ডাালিম। আলোচনা শেষে সারারাত ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
##