
অনলাইন ডেস্ক ::
মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য যুধিষ্ঠি বসুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে মৃতের বাড়ির পাশের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ।
জানা যায়, ভোরে বাড়ির কাছের এক পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি জিয়াউল মোর্শেদ জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যা জড়িত সে বিষয়ে প্রাথমিকভাবে জানাতে পারেননি। তিনি বলেন, তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।