
॥ শাহিদুর রহমান ॥
সাতক্ষীরায় ৯ ও ১০ নভেম্বর অগ্রগতি রিসোর্টে দুইদিন ব্যাপি মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের বিভাগীয় পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থা, সিডাব্লিউসিএস, ঢাকা আহসানিয়া মিশন ও রাইটস যশোর এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের বিভাগীয় পর্যায়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার এডিসি জেনারেল রেজা রশীদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা টি টি সি এর অধ্যক্ষ কে এম মিজানুর রহমান।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন, উইনরক ইন্টারন্যাশনালের সাইকোসোস্যাল এন্ড লিগ্যাল সার্ভিস ম্যানেজার নাজমুল ইসলাম এবং অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
সম্মেলনের উদ্দেশ্য- মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের কর্ম অভিঙ্গতা বিনিময় ও নেতৃত্ব প্রদানে সক্ষমতা বৃদ্ধি।
এসময় মানব পাচার প্রতিরোধে এবং মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জীবনমান উন্নয়নে সক্রিয় কর্মীদের ভূমিকা, সেরা উপস্থাপনা নির্বাচন, নেতা কে, নেতৃত্বের উপাদান, নেতার গুনাবলী, সক্রিয় কর্মীদের বিগত এক বছরের কাজের পর্যালোচনা, সাংস্কৃতিক সন্ধা, মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষের অধিকার এ দাবিসমূহ আদায়ে একজন সক্রিয় কর্মী হিসেবে আমরা কি করতে পারি এবং ভবিষৎ কর্মপরিকল্পনা কি সে সম্পর্কে আলোচনা করা হয়।