
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া মারা গেছেন।
রোববার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৭৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন ডালমিয়া। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে কলকাতার বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সিসিইউতে রাখা হয় বিসিসিআইয়ের এই প্রেসিডেন্টকে। সেখানে তার এনজিওগ্রামও হয়। তার চিকিত্সক অনিল মিশ্র জানিয়েছিলেন, ডালমিয়ার বাঁ-দিকের ধমনীতে একাধিক ক্লট অর্থাৎ রক্ত জমাট বেঁধেছিল। তবে, সেগুলি সরানো গিয়েছে। ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছিলেন ডালমিয়া। কিন্তু, রোববার ফের তার শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধ্যার পর তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এর আগে আইসিসি প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন ডালমিয়া। গত মার্চ মাস থেকে তিনি দ্বিতীয়বারের জন্য বিসিসিআই বোর্ড সভাপতি নির্বাচিত হন।
এদিকে, ডালমিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডালমিয়ার মৃত্যুর শোক জানিয়ে এক টুইটার বার্তায় তিনি বলেন, উনি (ডালমিয়া) ক্রীড়ার একজন যোগ্য প্রশাসক ছিলেন। তিনি বাংলার একজন প্রকৃত প্রেমী।
শোকজ্ঞাপন করা হয়েছে বিসিসিআই এর পক্ষ থেকেও।