মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান : বাংলাদেশিসহ গ্রেফতার ৮৯


369 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান : বাংলাদেশিসহ গ্রেফতার ৮৯
মার্চ ২৭, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

​শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া ::​

পেনাং রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের নেতৃত্বে অভিযানের সময় বাংলাদেশিসহ ৮৯ ​​জন ​​গ্রেফতার করে মালয়েশিয়া ​​
ইমিগ্রেশন ​​পুলিশ, মায়ানমারের ৬৭, পাকিস্তান ১০, নেপালের ৫ ,বাংলাদেশের ৪ ও ২ ​ ​জন ​ইন্দোনেশিয়া ​গ্রেপ্তারকৃতরা সবাই ঐ শপিংমলের চাকরি করতো, ​​ইমিগ্রেশন ​ ​পুলিশের​ অভিযানের সময় ঐ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এসময় বিভিন্ন অপরাধে ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের অনেকের কাজের পারমিট অন্য কোম্পানিতে কিন্তু কাজ করছে মার্কেটে এবং মায়ানমার নাগরিকদের অধিকাংশ কোন বৈধ কাগজপত্র না থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়, বর্তমানে মালয়েশিয়ায় অধিকাংশ প্রবাসীদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে ​ইমিগ্রেশন পুলিশের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে. যার কারণে অনেক প্রবাসীর দোকান বন্ধ পাওয়া যাচ্ছে, প্রবাসীরা জানান সম্প্রতি মালয়েশিয়ার কিছু ফেসবুক ইউজার ও কিছু online blogger বাংলাদেশীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা তথ্য সরবরাহ করে চলেছে, যার কারনে বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত ​ইমিগ্রেশন পুলিশ অভিযান চালাচ্ছে।