
শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া ::
হুল আলোচিত ও সমালোচিত মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের নতুন ঠিকানায় হস্তান্তর করার খবরে প্রবাসীরা মিষ্টি বিতরণ করেছে, লোটাস ভবন জেন ছিল প্রবাসীদের জেলখানা,প্রবাসী বাঙ্গালীদের সাথে অসদাচরণ , কারণে অকারণে জরিমানা এমনকি মারতেও শোনা গেছে অনেককেই , অদৃশ্য ক্ষমতার অধিকারী লোটাস ভবনের মালিকের এহেন আচরণের জন্য অনেকবার প্রবাসীরা সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছে, এমনকি হাইকমিশনের কর্মকর্তাদের অনেক সময় জিম্মি করে রেখেছে ওই ভবনের মালিক, দীর্ঘ প্রতীক্ষার পর আজ সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে বললেন পরবাসী মনিরুল ইসলাম, হাই কমিশনের অফিসিয়াল ফেইসবুক পেইজে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে ৩ এপ্রিল (মঙ্গলবার) ২০১৮ থেকে নতুন ঠিকানা (লট নং ৯ ও ১০, জালান সুলতান ইয়াহিয়া পেত্রা, মিনারা সেলকমের পাশে, ৫৪১০০, কুয়ালালামপুর) বাংলাদেশ হাইকমিশন এর দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।একই সঙ্গে জালান বেসার, আমপাং এ চলমান পাসপোর্ট সেবা যথারীতি অব্যাহত থাকবে।