
শেখ সেকেন্দার আলী মালয়েশিয়া থেকে ::
পতিতাবৃত্তির অভিযোগে গতকাল রাতে মালেশিয়ার কেলাং বোটানিক শহরের নাইট ক্লাবে অভিযান চালিয়ে ২৭ জন ভিয়েতনামি যুবতী কে গ্রেফতার করে পুলিশ, এসময় ওই নাইট ক্লাবে কর্মরত একজন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি কেউ গ্রেফতার করে পুলিশ , এ সময় ওই নাইট ক্লাব থেকে মালয়েশিয়ার আরো ১৩জনকে গ্রেপ্তার করা হয়. গ্রেফতারকৃতদের কাছ থেকে মালয় রিঙ্গিত ১৫ হাজার ২৩৭ উদ্ধার করা হয় যা বাংলাদেশী মুদ্রায় আনুমানিক ৩,১৯,৯৭৭ টাকা.