মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন


842 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
মার্চ ১৭, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া প্রতিনিধি ::
মালয়েশিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম, অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন,আজকের এই বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশ তার স্বপ্নের বাংলাদেশ, যে স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছেন তার স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের, এসময় হাই কমিশনের কর্মকর্তাবৃন্দ সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে বন্ধুর জন্মদিনের কেক কাটা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ , শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেরা তিন জন বিজয়ীর হাতে পুরস্কার, প্রতিষ্ঠানটির পরিচালক নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন সচিব শ্রম কাউন্সিলর শহিদুল ইসলাম।