
শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া প্রতিনিধি ::
মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের অভিযানে ১৭ জন বাংলাদেশিসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন ,
কুয়ালা কাংগার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এই অভিযানে নেতৃত্ব দেন ইমিগ্রেশনের অফিসার কামাল উদিদন ইসমাইল, ১৩ ই মার্চ রাত ১২টা থেকে শুরু হয়ে শেষ হয় ভোর তিনটার সময় , এ সময় ১৭জন বাংলাদেশি,১৬ জন ইন্দোনেশিয়া ও চারজন মায়ানমার নাগরিককে অবৈধ বসবাসের অভিযোগে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারকৃতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৬০ বছর।
ইমিগ্রেশন অফিসার বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে।
এই অভিযানের সময় পার্শ্ববর্তী এলাকার অনেক বৈধ বাংলাদেশিরাও পালিয়ে অন্যত্র চলে যায়, এ ব্যাপারে কথা হয় যশোরের বিল্লাল হোসেনের সঙ্গে তিনি জানান বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়, এসময় বিল্লাল আরো বলেন অবৈধভাবে আমাকে যশোরের global vision থেকে মালয়েশিয়া পাচার করা হয়.প্রথমে আমাকে বৈধভাবে কাজ দেয়ার কথা থাকলেও আমাকে কোন সহযোগিতা না করে এজেন্ট মোবাইল অফ করে রেখেছে.জানিনা এখন কিভাবে কোথায় কাজ করব, আরো অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় পুলিশ ও ইমিগ্রেশনের ভয়ে জঙ্গলে রাত কাটাতে বাধ্য হচ্ছে।