মালিতে হোটেলে বন্দুকধারীদের হামলা, ১৭০ জনকে জিম্মি


428 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মালিতে হোটেলে বন্দুকধারীদের হামলা, ১৭০ জনকে জিম্মি
নভেম্বর ২০, ২০১৫ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডেস্ক :
মালির রাজধানী বামাকো কেন্দ্রস্থলে অবস্থিত র‌্যাডিসন ব্লু হোটেলে হামলা চালিয়ে অন্তত ১৭০ জনকে জিম্মি করেছে বন্দুকধারীরা।

শুক্রবার বিকেলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত দুইজন বন্দুকধারী হোটেলটিতে ঢুকে ১৭০ জনকে জিম্মি করেছে।

র‌্যাডিসন ব্লু হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুই বন্দুকধারী হোটেলে ঢুকে ১৭০ জনকে তালাবদ্ধ করে রেখেছে। এদের মধ্যে ১৪০ জন অতিথি ও ৩০ জন হোটেলের কর্মচারী।

এক নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দুকধারীরা চিৎকার করে ‘আল্লাহু আকবার!’ বলতে বলতে এবং গুলি চালাতে চালাতে হোটেলটিতে ঢুকে পড়ে। এ ঘটনার পর থেকে পুলিশ হোটেলটি ঘিরে রেখেছে।

ঘটনাস্থল থেকে বিবিসির এক প্রতিবেদক জানিয়েছেন, মালিতে কর্মরত প্রবাসীদের কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন র‌্যাডিসন ব্লু হোটেলটি খুবই জনপ্রিয়।

তিনি আরও জানান, হোটেলটির ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।

অন্য এক খবরে বলা হচ্ছে, ফরাসি সৈন্যরাও হোটেলটির চারপাশে অবস্থান নিয়েছে।

দুবছর আগে ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো মালির উত্তরাঞ্চল দখল করে নেওয়ার পর থেকেই দেশটিতে চরম অস্থিরতা চলছে। ওই জঙ্গিদের দমনে ফ্রান্স দেশটিতে সৈন্য পাঠিয়েছিল।