মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ার মেয়ে হত্যার অভিযোগে দুই নেপালি গ্রেপ্তার


514 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ার মেয়ে হত্যার অভিযোগে দুই নেপালি গ্রেপ্তার
মার্চ ১৪, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

​শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া প্রতিনিধি ::
মালয়েশিয়া পেনাং রাজ্যে ইন্দোনেশিয়ার মেয়েকে হত্যার দায়ে দুই নেপালিকে গ্রেপ্তার করেছে পুলিশ, পুলিশ ​শান্তির লাশ ​
নেপালি বন্ধুর ঘরের আলমারির ভিতর থেকে উদ্ধার করে,পেনাং পুলিশ কমিশনার আনোয়ার ওমর জানাই, ইন্দোনেশিয়ার মেয়ে শান্তি ও​ নেপালি ​একসঙ্গে কাজ করার সুবাদে তাদের ভিতরে বন্ধুত্ব সৃষ্টি হয়, এক পর্যায়ে তাদের ভিতর মন দেওয়া-নেওয়া ও ভালোবাসার​ এক পর্যায় ​বেড পর্যন্ত গড়ায়, অধিকাংশ সময় শান্তি ওই নেপালিদের রুমে যাতায়াত করত, ​ ​
কতদিন আগে শান্তির মৃত্যু হয়েছে তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি . ​তবে পুলিশ বলেছে শান্তির লাশ দূর গন্ধের কারণে ​
পাশের রুমের লোক​ ​পুলিশে খবর দিলে পুলিশ এসে ​আজ সকাল ১০ তার সময় শান্তির লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে, ​এই ​
রিপোর্ট লেখা পর্যন্ত ওই নেপালিদের নাম জানা যায়নি​. ​বর্তমানে ওই এলাকায় শ্রমিকরা পুলিশ আতঙ্কে আছে। ​