মালয়েশিয়ায় মধ্যরাতে ত্রিপক্ষীয় লড়াইয়ে বাংলাদেশি নিহত


483 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মালয়েশিয়ায় মধ্যরাতে ত্রিপক্ষীয় লড়াইয়ে বাংলাদেশি নিহত
মার্চ ২৬, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া ::

নেপাল, ভারত এবং বাংলাদেশি প্রবাসীদের ত্রিপক্ষীয় সংঘর্ষে মালয়েশিয়ায় এক বাংলাদেশির প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার কোতা দামানসারা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রোববার মধ্যরাতে কোতা দামানসারার জালান টিএসবি ১০-এলাকায় দুই ভারতীয়, দুই নেপালি ও ১০ জনের বেশি বাংলাদেশি প্রবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পেতালিং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ জানি চে দিন বলেন, ঘটনাস্থলে এক হামলাকারী ওই বাংলাদেশিকে মারধরের পর একটি ড্রেনে ফেলে দেয়া হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে ওই বাংলাদেশিকে উদ্ধারের পর সানগাই বুলোহ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সংঘর্ষে দুই নেপালিও আহত হয়েছে। এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।