
এস কে সিরাজ ::
গত ১৮/০৪/১৬ বাংলাদেশ আওয়ামী তরুনলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ,এম,বাবলু এবং সাধারণ সম্পাদক জি,এম শফিউললাহ সাক্ষরিত মালয়েশিয়া আওয়ামী তরুনলীগের ২২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন।
এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, সাতক্ষীরা জেলার কৃতী সন্তান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মোহাম্মদ আলী চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন খান সহ ২২ সদস্য মালয়েশিয়া আওয়ামী তরুনলীগের কমিটি ঘোষনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃসুমন খানের পক্ষ্য থেকে সংগ্রামী মুজীবীয় শুভেচছা ও অভিনদন জনিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ,এম বাবলু , সাধারণ সম্পাদক জিম,এম শফিউললা কে। আগামী দিনে জননেএী শেখ হাসিনার হাত কে শক্তিশালি করার লক্ষ্যে কাজ করে যাবে মালয়েশিয়া আওয়ামী তরুনলীগ বলে এক প্রেস বার্তার মাধ্যমে জানা গেছে।
এই নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে,শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের কর্মরত সদস্যগন।