
অনলাইন ডেস্ক ::
প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। সাকিবরা ৫ উইকেট হারিয়ে তুলেছিল ২৫৯ রান। এরপর সাকিব-মাহমুদুল্লাহ দ্বিতীয় দিনেও ভালো শুরু করেন। এরপর ফেরেন সাকিব আল হাসান। তবে মাহমুদুল্লাহর পর লিটনের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ। সর্বশেষ খবর পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৮৪ রান তুলেছে বাংলাদেশ।
মাহমুদুল্লাহ ৭২ রান করে ব্যাট করছেন। লিটন দাস ক্রিজে আছেন ৫৩ রান করে। এর আগে সাকিব ফিরে যান ৮০ রান করে। প্রথম দিন শেষে তিনি ৫৫ রানে অপরাজিত ছিলেন। সাকিব-মাহমুদুল্লাহ মিলে ১১১ রানের জুটি দিয়েছেন বাংলাদেশকে।
প্রথম দিন বাংলাদেশ দলের হয়ে অভিষেক টেস্টে ৭৬ রানের এক ইনিংস খেলেন সাদমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের চার ব্যাটসম্যান পেয়েছেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস। এছাড়া মিঠুন, মুমিনুল করেন ২৯ করে রান। সৌম্য ফেরেন ১৯ রান করে।
বাংলাদেশ এ ম্যাচে প্রথমবারের মতো কোন পেসার ছাড়া খেলতে নামে। বাংলাদেশ দলে আছেন চারজন নিয়মিত স্পিনার। দু’জন বাঁ-হাতি এবং দু’জন ডানহাতি স্পিনারে বল হাতে আক্রমণ করবে বাংলাদেশ দল।