
স্টাফ রিপোর্টার :
পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষায় সাতক্ষীরায় আহ্লেহাদীস যুবসংঘের মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আহ্লেহাদীস যুবসংঘ সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকাল ৫টায় উক্ত মিছিল অনুষ্ঠিত হয়। শহীদ আব্দুর রাজ্জাকপার্ক থেকে মিছিল শুরু করে শহরের পাকাপোল মোড়, কাছারীপাড়া, টাউন বাজার, নারিকেলতলা, খুলনারোড মোড়সহ শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পলাশপোল চায়নাবাংলা শপিং সেন্টারের সামনে যেয়ে মিছিল শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আ্হ্লেহাদীস যুবসংঘের সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন মাওঃ আব্দুল মান্নান, আলতাফ হোসেন, ফজলুর রহমান, মশিউর রহমান, ইবাদুল্লাহ প্রমুখ।