
রাবি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরীর সভাপতি মিজানুর রহমান মিনুর সাথে সৌজন্য সাক্ষাত করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১০টার দিকে তারা তার বাসায় যেয়ে সাক্ষাত করেন।
এসময় মিজানুর রহমান মিনু রাবি ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ কেন্দ্রীয় কমিটির কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক কামরুল হাসান ও সিনিয়র সহ-সভাপতি আহসানুজ্জামান অলীন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ^বিদ্যালয় ছাত্রদলের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদেরকে পরামর্শ দান করেন। এসময় নেতৃবৃন্দ মিজানুর রহমান মিনুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী সহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।