
অনলাইন ডেস্ক ::
মিরপুরের সকালের সেশনের প্রথম ৪০ মিনিটের খেলা দেখে দর্শকরা হয়তো হতাশই হয়েছিলেন। কিন্তু পরের এক ঘণ্টায় একক আধিপত্য বিস্তার করেন বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে জয়ের সুবাস পেতে শুরু করেছে টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ১৯৫ রান। জিততে হলে করতে হবে আরো ৭০ রান। ৮ রানের ব্যবধানে তিন-তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন সাকিব-তাইজুল।
জিততে বাংলাদেশের দরকার আর তিন উইকেট। তবে বলা রাখা ভালো, মঙ্গলবার বোলিংয়ের সময় ইনজুরিতে পড়া জস হ্যাজলউড বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে পড়েছেন। দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামতে পারেন হ্যাজলউড। তবে ‘আনফিট’ অস্ট্রেলিয়ান পেসার ব্যাটিংয়ে নামলেও সাকিবদের ঘূর্ণির মুখে কতক্ষণ টিকতে পারেন সেটিই দেখার বিষয়।