
অনলাইন ডেস্ক ::
চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী মীর নাছিরের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার সকালে তৃতীয় দিনে আপিল শুনানি নিয়ে এ সিদ্ধান্ত দিয়েছেন কমিশন।
নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানি চলছে। আজ ৩১১ থেকে ৫৪৩ নম্বর পর্যন্ত অর্থাৎ ২৩৩ জনের আপিল আবেদনের শুনানি করা হচ্ছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মীর হেলাল উদ্দিন বলেন, উচ্চ আদালতের আদেশে সাজা স্থগিত থাকার পরও কমিশন আমাদের বক্তব্য শুনেননি। অথচ একই অভিযোগে, হাজী সেলিম, পংকজ দেবনাথসহ আওয়ামী লীগের অনেক প্রার্থীকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে কমিশন। কমিশনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।
নির্বাচন কমিশনে মোট ৫৪৩ জন আপিল করেছেন। এর মধ্যে গত দুই দিন ৩১০ জনের আপিল আবেদনের শুনানি নিষ্পত্তি করা হয়েছে। আজ শনিবার শেষ দিনে বাকি ২৩৩ জনের আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।