
ভিওএস ডেস্ক :
মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনা তদন্তে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি’কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এ তথ্য জানান।
রিহ্যাবিলেটেশন অব স্কাই টাচ অ্যাসোসিয়েশনের (রোটাস) উদ্যোগে প্রেসক্লাবে হতদরিদ্র শিশুদের মাঝে ঈদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। মুক্তিযোদ্ধা আইয়ুবের আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত করছে সিআইডি। তদন্তে প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় বিচার হবে।’
মোজাম্মেল হক আরো বলেন, ‘মুক্তিযোদ্ধা আইয়ুব খান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে যে চিঠি লিখেছেন তা ইতোমধ্যে তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। চিঠিতে করা সই তার কিনা তা বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে। অন্য সাক্ষ্যপ্রমাণও নেওয়া হচ্ছে।’
সচিবের কাছে গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ এবং ইউনিট কমান্ড গঠন নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক সচিবের বিরুদ্ধে অর্থ নেওয়ার চিরকুট লিখে গত ৭ জুলাই রাজধানীর একটি হোটেলে আত্মহত্যা করেন মুক্তিযোদ্ধা আইয়ুব খান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘হত্যাকাণ্ডের প্ররোচনা হিসেবে ৩০২/১০৯ ধারায় হত্যা মামলা করেছে সিআইডি। এছাড়া মন্ত্রণালয়ও বিষয়টি ক্ষতিয়ে দেখছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী হিসেবে এটা স্বাভাবিকভাবে নেইনি। তদন্তে কেউ দোষী সাবস্ত হলে বিচার হবে।’
মুক্তিযোদ্ধার আত্মহননের ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী আইয়ুব খানের পরিবারের প্রতি সমবেনা এবং পরিবারের কেউ থাকলে তাদের আর্থিকভাবে সাবলম্বী করা হবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোজী চৌধুরী।