
মুজিবনগর দিবস স্মরণে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানসহ নানা আয়োজন করেছে গ্রিন ইউনিাভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খানের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. জেনা. মো. মইনুল ইসলাম (অব.), অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, কে এম ওয়াজেদ কবির প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বীকৃতি আদায়ে মুজিবনগর সরকারের ভুমিকা ছিল অপরিহার্য। যা গঠন না হলে বাংলাদেশের বিজয় অর্জন আরো পিছিয়ে যেত পারত। তিনি নতুন প্রজন্মকে মুজিবনগর দিবসের ইতিহাস জানার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে গ্রিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি