
অনলাইন ডেস্ক ::
মেক্সিকোর ভেরাক্রজে কারাবন্দিদের বিদ্রোহ দমনে একটি অভিযানের সময় পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ভেরাক্রুজের লা তমা কারাগারে এ ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত আহত বা নিহত কোনো কারাবন্দির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
এ ব্যাপারে প্রসিকউটর বলছেন, তারা বিষয়টি নিয়ে তদন্ত করবেন।
কয়েদিরা তাদের মুক্তির আন্দোলন করছিল বলে জানা যায়।
এ আগে, গত অক্টোবর মাসে দেশটির নুয়েভো লিওন প্রদেশে এক কারা বিদ্রোহে ১৩ জন মারা যায়।