মেক্সিকোয় বন্দুক হামলায় নারীসহ নিহত ৯


97 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মেক্সিকোয় বন্দুক হামলায় নারীসহ নিহত ৯
নভেম্বর ১১, ২০২২ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::

মেক্সিকোর গুয়ানাজানাতো শহরে মাদক চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার নারীসহ অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। এ সংঘাতে আরও দু’জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ স্থানীয় একটি বারে ঢুকে বন্দুকধারীরা এ ঘটনা ঘটায়।

জানা গেছে, ঘটনার সময় বারে বসে থাকা মানুষজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। অপরপক্ষ থেকেও এসময় পাল্টা জবাবে গুলি চালানো হয়। তাতে, ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন পুরুষ ও চার নারী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
এদিকে, এ হামলায় জড়িতদের পরিচয় বা তাদের সম্পর্কিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, মেক্সিকোর গুয়ানাজানাতো শহরে গত কয়েক বছর ধরেই সক্রিয় কুখ্যাত মাদক চোরাকারবারিরা। গেল মাসেও, দুটি হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জন। সূত্র : রয়টার্স।