
রাহাত রাজা :
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পাশকৃত মেডিকেল টেকনোলজিস্টদের সরকার-বেসরকারি চাকুরীতে সম-অধিকার দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ সাতক্ষীরা শাখার আয়োজনে র্যালীটি সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড় গিয়ে শেষ হয়।
এতে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ সাতক্ষীরা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে র্যলীতে অংশ নেন, সহ সহ-সভাপতি জবিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি পবিত্র মন্ডল, সাধারণ সম্পাদক মিলন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার, সাংগঠনিক সম্পদাক সৌমেন জোয়াদ্দার, অর্থ সম্পাদক রুহুল আমিন, আল মাহমুদ, আশিক, বাবলা, মুন্না, নাহিদসহ জেলায় কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্টরা।
উল্লেখ্য, এর আগে কারিগরি শিক্ষাবোর্ড হতে পাশকৃত মেডিকেল টেকনোলজিষ্টদের সরকারি চাকুরী আবেদন করার সুযোগ ছিল না। গত ২৪ মে উচ্চ আদালতের রায় অনুযায়ী তারা এখন থেকে সকল সরকারি, বেসরকারি, আধাসরকারী মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকে মেডিকেল টেকনোলজিস্ট পদে চাকরি করতে পারবে।##