
আব্দুর রহিম :
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
তার বক্তব্যে বলেন, পৃথিবীর সাথে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এটাকে আর থামানো যাবেনা। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার নানামুখি পদক্ষেপ গ্রহন করেছে। বর্তমানে সারা বিশ্বে প্রতিযোগিতার লড়াই চলছে। প্রতিযোগিতার লড়ায়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এগিয়ে নিতে পারে একমাত্র মেধাবী শিক্ষার্থীরাই। আজকের এই মেধাবী শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে দেশকে আলোকিত করবে। দেশের মানুষকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলবে। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের ছাত্রী রহিমা খাতুন। এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে ২০১৪ সালে এস.এস.সি/ এইস.এস.সি/ সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত সাধারন গরীব ও মেধাবী ১৪১ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩ লক্ষ্য ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের মধ্যে ৩৭ জন ছাত্র-ছাত্রীদের ১ লক্ষ্য ৯৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে ।