‘মেসিই শ্রেষ্ঠ ফুটবলার’


401 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
‘মেসিই শ্রেষ্ঠ ফুটবলার’
মার্চ ১২, ২০১৮ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
বর্তমান ফুটবল জগতে সেরা খোলায়াড়ের নাম নিয়ে মেসি ও রোনালদো ভক্তদের মধ্যে আছে নানা তর্ক-বিতর্ক-সমালোচনা। মাঠের লড়াইয়ে কেউ কারো চেয়ে কম নয়, আর মাঠের বাইরে হারতে নারাজ ভক্তরা। তবে শুধু ভক্তকুলেই নয়, মত-অমত আছে ফুটবলারদের মধ্যেও। আর তারই জের ধরে এবার লিওনেল মেসিকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলীয় অ্যাটাকার ফিলিপ কুতিনহো। তার বিশ্বাস, আর্জেন্টাইন সেনসেশন বর্তমান সময়ের শ্রেষ্ঠ ফুটবলার।

গত শনিবার লা লিগার খেলায় মেসিবিহীন বার্সেলোনার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কুতিনহো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘মেসিই শ্রেষ্ঠ ফুটবলার। তাকে সর্বদা প্রয়োজন বার্সেলোনার। তবে খেলার বাইরেও ব্যক্তিগত জীবন রয়েছে প্রত্যেকের। জীবনে আনন্দদায়ক অনেক কিছুই ঘটে। তৃতীয়বার বাবা হওয়ায় তাকে অভিনন্দন। আসছে ম্যাচের আগে তার প্রত্যাবর্তনের দিকে চেয়ে আছি আমরা।’

গত জানুযারির দলবদলে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন কুতিনহো।