মেসির চোখে বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল


112 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মেসির চোখে বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল
অক্টোবর ২০, ২০২২ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ফেবারিট বলছেন অনেকে। গত বছর ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে দলটি। চলতি বছর ইতালিকে হারিয়ে জিতেছে ফিনালিসিমা। কোচ লিওনেল স্কালোনির অধীনে ভালো ফুটবল খেলছে আলবিসেলেস্তেরা।

দলটির প্রাণভোমরা মেসিও মনে করছেন, আর্জেন্টিনা ভালো দল। তবে কাতার বিশ্বকাপে ফেবারিট ব্রাজিল এবং ফ্রান্স। দুই দলেরই কোচই লম্বা সময় ধরে কাজ করছেন। দুই দলেরই দুর্দান্ত ফুটবলার আছে বলে উল্লেখ করেছেন পিএসজি তারকা লিও।

ডিরেক্ট টিভি স্পোর্টসকে মেসি বলেন, ‘বলা হচ্ছে যে আমাদের দলটা দারুণ। প্রতিবারই একই কথা বলা হয়। কিন্তু আমাকে যদি বেছে নিতে হয় তাহলে বলবো ব্রাজিল এবং ফ্রান্স বিশ্বকাপ জয়ের দুই সেরা প্রার্থী।’

কারণ হিসেবে আর্জেন্টাইন তারকা বলেন, ‘লম্বা সময় ধরে একটা দল নিয়ে তারা কাজ করছে এবং ভালো করছে। ফ্রান্স হয়তো সর্বশেষ ইউরোতে খারাপ খেলেছে, শেষ ষোলোতে বিদায় নিয়েছে। তবে দলটির অসাধারণ খেলোয়াড় আছে। দলটির পরিকল্পনা পরিষ্কার এবং একই কোচের অধীনে অনেকদিন খেলছে। ব্রাজিলও তিতের অধীনে লম্বা সময় অনেকটা একই দল নিয়ে খেলছে।’

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মেসিরা খেলবেন মেক্সিকো, পোল্যান্ড এবং সৌদি আরবের বিপক্ষে। ওই গ্রুপ থেকে শেষ ষোলোয় গেলে আকাশি-নীল জার্সিধারীরা খেলবে ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া এবং অস্ট্রেলিয়ার গ্রুপ থেকে আসা দলের বিপক্ষে। ব্রাজিল গ্রুপ পর্বে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্ব পেরোলে পর্তুগাল, উরুগুয়ে, ঘানা ও উত্তর কোরিয়ার গ্রুপ থেকে আসা দলের বিপক্ষে শেষ ষোলোয় মুখোমুখি হবে ব্রাজিল।