
স্টাফ রিপোর্টার :
আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন।
রোববার বিকালে ৩নং ওয়ার্ডের বদ্দীপুর কলোনী এলাকায় জনসভা করেন। জনসভায় আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মোঃ সাহাদাৎ হোসেন। এসময় তিনি বলেন, ‘আগামী পৌর নির্বাচনে পৌরসভার উন্নয়নের কথা ভেবে এবং পরিচ্ছন্ন ও আলোকিত পৌরসভা বিনির্মানে আপনারা যোগ্য প্রার্থী বেছে নিবেন। সৎ, সাহসী এবং সর্বদা জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা আছে এমন প্রার্থী বেছে নিবেন।
আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড আ’লীগের সভাপতি লুৎফর রহমান, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনারুল ইসলাম রনি, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবু আব্দুল্লাহ (আবু সাক্কার), ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিলন, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সাবিহা হোসেন, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খোকন, হযরত আলী বাবু, মোঃ আফসার আলী, মাজেদ খান পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।