
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের জানুয়ারিতে। দীর্ঘ আট বছর পর তাকে ছেড়ে দিতে হবে হোয়াইট হাউস।
কিন্তু তারপর কোথায় থাকবেন ওবামা পরিবার সে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, হোয়াইট হাউস ছেড়ে দেওয়ার পর পুরো পরিবারকে নিয়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতেই থাকবেন ওবামা।
ছোট মেয়ের সাশার পড়ালেখার কথা ভেবেই নাকি ওবামা দম্পতি এ সিদ্ধান্ত নিয়েছেন। আর এ কারণেই ওয়াশিংটন ডিসির কলোরমায় ৩৩ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৫৩৫ টাকা ব্যয় করে ইজারা নিয়েছেন একটি বাড়ি।
১৪ বছর বয়সী সাশা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ফ্রেন্ডস স্কুলে পড়ালেখা করে। আর বড় মেয়ে মালিয়া হোয়াইট হাউস ছাড়ার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন।
পলিটিকো প্লেবুকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯২৮ সালে নির্মাণ করা ৮ হাজার ২০০ বর্গফুটের ওই বাড়িতে রয়েছে নয়টি শোয়ার ঘর, আলাদা প্রসাধন কক্ষ, আটটি গোসলখানা, বিনোদনের জায়গা ও বাগান।