মোগাদিসুর দুটি হোটেলে জঙ্গি হামলায় নিহত ১০


535 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
মোগাদিসুর দুটি হোটেলে জঙ্গি হামলায় নিহত ১০
জুলাই ১১, ২০১৫ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
শুক্রবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী সৈয়দ ও পার্লামেন্ট ভবনের নিকটবর্তী উইহলিয়া হোটেলে হামলা দুটি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

দুটি হামলার দায়ই স্বীকার করেছে দেশটির কট্টর ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী আল শাবাব।

শেষ খবর পাওয়া পর্যন্ত সৈয়দ হোটেলে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুক লড়াই অব্যাহত ছিল।

উইহলিয়া হোটেলের সামনে থেকে পুলিশ কর্মকর্তা উমর আলি বলেন, “হোটেলের গেটে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়ে হামলাটি শুরু হয়। এতে এক জঙ্গি নিহত ও পরে অপর তিনজনকে গুলি করে হত্যা করা হয়। এখানে হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে।”

“এ পর্যন্ত ছয় বেসামরিক মানুষের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি,” বলেন তিনি।

নিহত বেসামরিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হোটেলটিতে সরকারি শীর্ষ কর্মকর্তারা নিয়মিত যাতায়াত করেন।

হামলার শুরুর সময় হোটেলের রেস্তোরায় ইফতারিরত মোহাম্মদ ওসমান জানান, তার পায়ে গুলি লেগেছে।

আব্দিরহমান নামের আরেক পুলিশ কর্মকর্তা সৈয়দ হোটেলও আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন। ওই হোটেলে হামলাকারীদের বিরুদ্ধে চলমান অভিযান তখনও শেষ হয়নি বলে জানিয়েছিলেন তিনি। ওই হামলায় হতাহতের কোনো খবরও তিনি দিতে পারেননি।

সৈয়দ হোটেলের আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, হোটেলের দিক থেকে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাচ্ছেন তারা।