
এম.পলাশ শরীফ,বাগেরহাট :
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা রোববার তার ইউনিয়নের ৬টি পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ সময় ইউনিয়ন আ. লীগের সভাপতি ডা. তরুণ কান্তি মিস্ত্রী, ইউপি সদস্য সাইদুল ইসলাম, শিমুল কান্তি মিন্ত্রী, আরিফুর কবির বাচ্চু তার সাথে ছিলেন। চেয়ারম্যন বাদশা মন্ডপগুলোয় আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বাইনতলা মন্ডপে মতবিনিময় সভা করেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ. লীগের সহসভাপতি খান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জুয়েল অধিকারি। #