ম্যানসিটির আগুনে পুড়লো বায়ার্ন


270 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ম্যানসিটির আগুনে পুড়লো বায়ার্ন
এপ্রিল ১২, ২০২৩ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হওয়ার পরই কোচ বদল করেছে বায়ার্ন মিউনিখ। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালার মতো টেকনিশিয়ানের বিপক্ষে অনভিজ্ঞ হুলিয়ান নাগেলসম্যানে আস্থা পায়নি জার্মান ক্লাবটি।

তাতে কোন কাজ হলো না। গার্দিওয়ালার বিপক্ষে টমাস টুখেলের পূর্ব রেকর্ড ভালো হলেও এবার ইতিহাদ স্টেডিয়ামে জার্মান জায়ান্ট বায়ার্নকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে ৩-০ গোলে ধসিয়ে দিয়েছে সিটিজেনরা।

মঙ্গলবার রাতের ম্যাচে ২৭ মিনিটে প্রথম লিড নেয় ম্যানসিটি। দুই দল সমান তালে খেললেও স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির বক্সের বাহির থেকে বাঁ-পায়ের নেওয়া দুর্দান্ত শটে লিড নেয় ম্যানসিটি। তার গোলটি চলতি চ্যাম্পিয়ন্স লিগের সেরা কিনা ওই প্রশ্ন উঠতেই পারে!

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আরও দুই গোল হজম করে অন্তবর্তীকালীন দায়িত্ব নিয়ে পূর্বে ম্যানসিটিকে হারিয়ে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা টুখেলের দল। ম্যাচের ৭০ মিনিটে বেনার্ড সিলভা দারুণ এক গোল করে দলকে উল্লাসে ভাসান।

আর ম্যানসিটিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সুবাস এনে দেন আর্লিং হ্যালন্ড। চলতি ইউরোপ সেরার লড়াইয়ে ১১তম গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন তিনি। দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মাঠে গোল না খাওয়ার চ্যালেঞ্জে জিতলেই শেষ চারে চলে যাবে পেপ গার্দিওয়ালার দল।