
স্টাফ রিপোর্টার ঃ
সুলতানপুর বড় বাজার মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে বার্ষিক বনভোজন ও নব নির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের সাতক্ষীরা মোজাফফর গার্ডেনে এ বনভোজন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন, কাজী বিল্লাল হোসেন, শেখ মোশফেকুর রহমান মিল্টন, বকাল বাবু, শিবলু, সিদ্দিক, মিকাঈল, মৎস্য ব্যবসায়ী শরিফুল ইসলাম বাবু খান, অতুল, ফজর আলী, আব্দুর রহিম প্রমুখ। পরে নব নির্বাচিত কাউন্সিলদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।