
অনলাইন ডেস্ক ::
ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগ নেতা মোর্শেদ উদ্দিন খানকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদ মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এদিকে, এ ঘটনায় মার্শেদ উদ্দিন খানের সমর্থকরা বেশ কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে বলে জানা গেছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, উপজেলার কানারামপুর বাজার থেকে রাত ১০টার দিকে মোটরসাইকেলে মোয়াজ্জেমপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মোর্শেদ। পথিমধ্যে তাকে এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অজ্ঞাতরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার কথা জানান ওসি।