
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডে ব্যবসায়ী শামীম তালুকদারের নূরানী জর্দা কারখানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কারখানার মালিক শমীমসহ সাতজনকে পুলিশ আটক করেছে।
ওসি বলেন, “সেহরির পর কারখানার গেইট খোলার সঙ্গে সঙ্গে নারী-পুরুষ একসঙ্গে ঢোকার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।”
এ ঘটনায় আরও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
ওসি বলছেন, ১১টি লাশ ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বেশ কিছু লাশ স্বজনরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন। সব মিলিয়ে অন্তত ২৭ জনের লাশ পাওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে।
সূত্র বিডি নিউজ