
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
শনিবার ভোর সাড়ে পাচঁটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ঢাকা গামী এফ.এম. পরিবহন( ঢাকা মেট্রো ১১-৩৬৬৬) নামে একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করার সময় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-৭২৩৭) পিছনে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকটিও উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও চারজন। নিহতরা হলেন উপজেলার রহিম মিয়ার ছেলে ফজলুল হক(৪৭), আব্দুল হামিদের ছেলে কাজল(৪০), রবাইজ উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম(৩৫), সবেদ আলীর ছেলে আব্দুল কদ্দুস, ত্রিশালের আক্কাস আলীর ছেলে আকাশ(৪০) ও অজ্ঞাত এক নারী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দু’টি যাত্রীবাহী বাস একে অন্যকে ওভারটেক করার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।